কালিগঞ্জে চৌমুহনী মাদ্রাসার গাছ কর্তন করে অর্থ আত্মসাতের অভিযোগ


নিজস্ব প্রতিনিধি ঃ
কালিগঞ্জে চৌমুহনী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার মেহগনি ও শিশুফুল গাছ কর্তন করে অর্থ আতœসাৎ করার অভিযোগ উঠেছে। কর্তনকৃত গাছের মুল্য আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর শেখ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত অভিযোগের ভিত্তিতে জানাগেছে চৌমুহনী দারুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান, ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিটির সদস্য আবু তালেব সরদার সহ আরও অনেকে ২০১৬ সাল হতে অদ্যবধি মাদ্রাসার আওতাধীন শিশুফুল ও মেহগনি গাছ বিক্রি করে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আতœসাৎ করেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আজ বুধবার (৩ এপ্রিল) কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শেখ আব্দুল গনির পুত্র ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন আমি অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *