কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে ‘গ্রাম আদালতের বিচার পক্রিয়ায় নারীর অংশগ্রহণ’ শীষর্ক কর্মশালা রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন, ইউ.এন.ডি.পি এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায় প্রকল্প), স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ। দিনব্যাপী কর্মশালায় উপজেলার ১২টি ইউনিয়নের সংরক্ষিত আসনের নির্বাচিত নারী প্রতিনিধিবৃন্দ ও নারী নেতৃবৃন্দসহ প্রকল্পের জেলা সমন্বয়কারী, উপজেলা সমন্বয়কারী ও ভিসিএবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কালিগঞ্জ উপজেলার গ্রাম আদালতের বিচার কার্যক্রমের নারীর অংশগ্রহণ চিত্র তুলে ধরা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, মার্চ ২০১৭ থেকে মার্চ ২০১৯ পর্যন্ত ২ বছরে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে গ্রাম আদালত মামলা গ্রহণ করেছে ১২৯১টি, নিষ্পত্তি হয়েছে ১২৪১ টি এবং ৫০টি মামলা অপেক্ষমান রয়েছে। গ্রাম আদালতের বিচার পক্রিয়ায় বিচারিক প্যানেলে সদস্য ৪৪৪ জন। তার মধ্যে নারী সদস্য শতকরা ২০ ভাগ। কর্মশালায় বিচারিক প্যানেলে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে বাধা ও বাধা উত্তরণের কৌশল নির্ধারণ করা হয়।
Leave a Reply