নিজস্ব প্রতিবেদক : কাটিয়ায় আইন আদালতের তোয়াক্কা না করে জোর পূর্বক পৈত্রিক সম্পত্তির উপর যাতায়াতের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ২২ এপ্রিল’১৯ বেলা সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী আব্দুল্লাহ সরদার সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, কাটিয়া (জেল খানা গেটেরপাশে) এলাকার সামছুদ্দীন সরদারের পুত্র আব্দুল্লাহ সরদার কাটিয়া মৌজায় ৪.৮ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। সম্প্রতি আব্দুল্লাহ সরদারের পিছনের সম্পত্তির মালিক আব্দুল মুজিদ তার সম্পত্তি উত্তর পাশে যাতায়াতের জন্য ১২ ফুট রাস্তা থাকার পরও আব্দুল্লাহ সরদারের বসতঘর ভেঙে রাস্তা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর জের ধরে ২২ এপ্রিল ১৯ সামছুদ্দীন সরদারের পুত্র আব্দুল আলিম, মৃত ফয়জদ্দীনের ষড়যন্ত্রকারী পুত্র আব্দুল মুজিদ সরদার, পাগলা সরদারের পুত্র জাহিদ হোসেন, আব্দুল মজিদ সরদারের পুত্র রানাসহ কয়েকজন ব্যক্তি অস্ত্র শস্ত্র নিয়ে জোরপূর্বক আব্দুল্লাহ সরদারের বসতঘর ভাংচুর করে রাস্তা তৈরি করে। এতে আব্দুল্লাহ সরদার অনেক ক্ষতিগ্রস্থ হয়ে বলে তিনি জানান। অথচ ওই আব্দুল মুজিদের সেখানে কোন সম্পত্তি নেই। তার যাতায়াতের জন্য উত্তরপাশে ১২ফুট চওড়া বড় রাস্তা রয়েছে। তারপরও সম্পূর্ণ গায়ের জোরে তিনি এটি করেছেন বলে জানান ভুক্তভোগী আব্দুল্লাহ সরদার। এছাড়া ওই সম্পত্তি দখল করে রাস্তা তৈরি করতে পারে এমন উড়ো খবর পেয়ে আব্দুল্লাহ গত ২১ এপ্রিল’১৯ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং-১০৯১। ডায়েরি করার মাত্র একদিন পরেই তার সম্পত্তি দখল করে ওই চক্র রাস্তা তৈরি করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আব্দুল্লাহ সরদার।
Leave a Reply