আলীপুর হাটখোলার সাড়ে তিন দশকের গাছটি মরে এখন মরণ ফাঁদ!


নিজস্ব প্রতিনিধিঃ ঃ সদর উপজেলার আলীপুর হাটখোলার সাতক্ষীরা টু কালিগজ্ঞ সড়কের পশ্চিম পাশে শহীদ মিনার এর সামনে প্রায় সাড়ে তিন দশকের ১৮-২০ ফুট(আনুঃ) বেড় বিশিষ্ট একটি শিরিষ চটকা গাছ প্রায় তিন বছর পূর্বে মরে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।ইতোপূর্বে অত্র গাছের একটি বড় শাখা ভেঙ্গে পড়ে এর নীচে থাকা বাক প্রতিবন্ধী ফখরুলের আর্ট ঘ্যালারীর ঘর দুমড়ে পড়েছে। উক্ত গাছের একদিকে রুবি টেলিকম, সিয়াম মোবাইল সার্ভিসিং, শাহীন মটরস অন্য দিকে আলীপুর ইউনিয়ন আ’লীগ অফিস, শাহীনুর স্টোর ও খায়ের হার্ডওয়ার অবস্থিত।বর্তমানে গাছের উভয় পাশের ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী ও ক্রেতারা গাছ বা গাছটির ডাল ভেক্সেগ ব্যাপক জান মালের ক্ষতির আশংঙ্খায় আছে। ইতোপূর্বে সাধারন ব্যবসায়ীরা সড়ক বিভাগকে মৌখিক ভাবে বিষয়টি জানালেও তারা ব্যবস্থা নেয়নি। এব্যাপারে আলীপুর হাট ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তারা জানান, যেহেতু গাছটি বর্তমানে ঝুঁকিপূণ অবস্থানে আছে তাই ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে আমরা জরুরী ভিত্তিতে আমরা দু-এক দিনের মধ্যে সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের কাছে মৌখিক ও লিখিত জানাব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *