শ্যামনগর ব্যুরো ঃ ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করায় পাওনাদার বাদী হয়ে আত্মসাৎকারীর বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা দয়ের করে। মামলা করে ফিরে আসার পথে আত্মসাৎকারী, তার পিতা ও অন্য সহযোগীরা দলবদ্ধ হয়ে বাদীর নিকট থেকে মামলার যাবতীয় কাগজপত্র ছিনিয়ে নেয় এবং ৪ টি স্টাস্পে জোর পূর্বক বাদীকে স্বাক্ষর করিয়ে নেয়। এঘটনায় বাদী তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগের বাদী শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে মৃত মহাত আলীর পুত্র আঃ আলীম (৩৫) অভিযোগে উল্লেখ করেছেন তার আপন শালক কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের সেলিম সরদারের পুত্র ইকরামুজ্জামান মটর সাইকেল ক্রয়ের জন্য আঃ আলীমের নিকট থেকে ১৫/১১/১৫ তারিখ ১ লাখ ৮০ হাজার টাকা নেয় এবং একটি ১০০ টাকার ও একটি ৫০ টাকার জ্যুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে দেয়। টাকা পরিশোধ করার কথা ছিল ২৬/০৩/১৯ তারিখ। উক্ত তারিখের মধ্যে টাকা পরিশোধ না করায় এবং বিভিন্ন তাল বাহানা করে টাকা না দেওয়ার চেষ্টা করায় আঃ আলিম বাদী হয়ে ১৭/০৪/১৯ তারিখ সাতক্ষীরা আদালতে ইকরামুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করে বাড়ি ফেরার পথে উক্ত শালক, শ্বশুড় ও তাদের সহযোগীরা আলীমকে ধরে বেধড়ক মারপিঠ করে এবং আদালতের মামলার সকল কাগজপত্র ছিনিয়ে নেয়। এরপর পৃথক জায়গায় নিয়ে ৪ টি অলিখিত ১০০ টাকার স্টাস্পে স্বাক্ষর করে নেয়। এসময় তাদের কাছে থাকা ধারালো ছুরি দেখিয়ে খুন-জখম করার হুমকি দেয়। এঘটনায় আঃ আলীম তার শালক, শ্বশুড় ও সহযোগীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছে।
Leave a Reply