নিজস্ব প্রতিনিধি ঃ দখলবাজের কবল থেকে মুক্ত হলো সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ। বি ভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের ফলে নড়েচড়ে বসে প্রশাসন। ফলে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আবারও মঙ্গলবার থেকে এই ভবনে মুক্তিযোদ্ধারা আগের মতোই বসছেন। তারা সেখানে অফিসিয়াল কাজও করছেন।
উল্লেখ্য কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই রোববার সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারন মুক্তিযোদ্ধারা। এ ব্যাপারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকিকে অভিযুক্ত করা হলেও তিনি বলেন, তালা ঝুলিয়েছেন জেলা প্রশাসকের নাজির। এ ঘটনার সাথে আমি জড়িত নই। অপরদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, এখন থেকে নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কার্যক্রম পরিচালিত হবে। পুরান মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তালা খুলে দেওয়া হবে। সংসদ ভবনে উপস্থিত মুক্তিযোদ্ধারা জানান তারা আজ মঙ্গলবার সকালে এসে ভবনটি খোলা দেখতে পান ।
Leave a Reply