দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল বলেছেন, আগামী ২৪ মার্চ দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে জনগন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সবকটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন থাকবে। যদি কোন প্রার্থী কিংবা তাদের লোকজন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি অথবা জনসাধরনকে ভোট দিতে বাঁধা দেয় তাহলে দায়িত্বরত কর্মকর্তাদের জানালে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভোটগ্রহনকে কেন্দ্র করে র্যাব-পুলিশ-বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিণীর টহলের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তাই নির্ভয়ে স্ব-স্ব ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগের জন্য জনসাধারনের প্রতি আহবানও জানান জেলা প্রশাসক। বৃহষ্পতিবার বিকাল ৩টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনী আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ,দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। এসময় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, সতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড সম গোলাম মোস্তফা, মাহবুব আলম খোকন, সাঈদ মাজফুজুর রহমান, শেখ ওজিয়ার রহমান,ভাইস চেয়ারম্যন প্রার্থীদের মধ্য থেকে যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ, আনিছুর রহমান বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্য থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আমেনা রহমান সহ আফরোজা পারভীন,প্রিয়াংকা রানী ও জিএম স্পর্শ উপস্থিত থেকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়াও সভাটিতে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম,পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী উপস্থিত ছিলেন।
Leave a Reply