সুন্দরবনের বনদস্যু জামু আটক

শ্যামনগর ব্যুরো: সুন্দরবনের দস্যু বাহিনীর প্রধান জামির আলী ওরফে জামুকে শ্যামনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এলাকা সূত্র জানায়, শ্যামনগর উপজেলার সুন্দরবনের গাঁ ঘেষা দ্বীপ পল্লী গোলাখালি গ্রামের ছেমুদ্দি মোল্যার পুত্র সুন্দরবনের বনদস্যু জাকির আলী জামুকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় ভেটখালি বাজার থেকে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করেছে। এলাকাবাসী জানায়, একাধিকবার ধৃত হয়ে জামু স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসবার প্রতিশ্রুতি দেয়। তারা আরও জানায় জামুর বিরুদ্ধে মাদক ব্যবসা ও জেলে বাওয়ালিদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ আছে। জামুকে আটকের খবর পেয়ে বনজীবিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। থানাসূত্র জানায়, ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী হিসাবে জামুকে আটক করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *