1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
২৩ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰আশাশুনির বেড়িবাঁধ ভেঙে চিংড়ি ঘেরে ক্ষতি সাড়ে ১৩ কোটি টাকা📰শিক্ষার্থীরা পাস করে চাকরির জন্য নেতাদের পেছনে ঘুরতে হবে না: যুবদল নেতা আমিন📰কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুলে ৬০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত📰আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা📰জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের📰বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা📰সাতক্ষীরায় কাজী আহসান হাবিব সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ📰সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 📰সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা📰ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টারে মনিটারিং

বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ১৯৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৩ মার্চ) বিকালে বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের মানুষনৌকায় ভোট দিয়েছে বলেই দেশের সর্বক্ষেত্রে এত উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য দেশ ব্যাপি শিক্ষা প্রতিষ্ঠানের অভূতপুর্ব উন্নয়ন করছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আবু জায়েদ, সদর উপজেলা আওয়ামীলীগের মুক্তিদযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর মো. আফাজ উদ্দিন, বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান রুপা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. আবু তাহের প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ণে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের উর্দ্ধমূখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট (৩০০০ স্কুল) বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইনজামামুল হক ইনজা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd