নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা কাজী আকতার হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবার দিনভর তিনি সদর উপজেলার বৈকারি বাজার, ঘোনা বাজার, তুজুলপুর বাজার, ঝাউডাঙ্গা বাজার, মাধবকাটি বাজার ও কাথন্ডা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে সাথে ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবিব অয়ন, মকবুল হোসেন, মাসুদ, পেলে, বাবু, বিপ্লব, মাহিন, পলাশ প্রমুখ।
সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় শেষে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আক্তার হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের জোয়ারে ভাসছে গোটা দেশ। উন্নয়নের ছোঁয়া ইতোমধ্যে সাতক্ষীরার প্রতিটি অঞ্চলে লেগেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক উপজেলায় পরিণত করতে, উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
Leave a Reply