1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন
৮ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ক্রমশঃ জোরদার হচ্ছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ১৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমানকে মনোনীত করলেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী ও সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান এর ছেলে শেখ মেহেদী হাসান সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। তবে ক্লিন ইমেজ থাকায় শেখ আতাউর রহমানের গ্রহণ যোগ্যতা অনেক বেশী বলে মনে করছেন সাধারণ ভোটাররা। এ নিয়ে চায়ের স্টল থেকে রাস্তার মোড়ে মোড়ে শুরু হয়েছে চুল চেরা বিশ্লেষণ।
কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছদরউদ্দিন বলেন, দলের পক্ষ থেকে শেখ আতাউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ দলীয় রীতি নীতি উপেক্ষা করে সাঈদ মেহেদী ও শেখ মেহেদী হাসানর সুমন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন।
তারা আরো বলেন, শেখ আতাউর রহমান ১৯৬৮ সালে খুলনা সিটি কলেজে পড়াশুনা করাকালিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ গঠণে ভূমিকা রেখেছিলেন। ওই বছরের ৮ মার্চ কালিগঞ্জে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও বকুলতলায় প্রথম শহীদ মিনার নির্মাণে অনন্য ভূমিকা রেখেছিলেন। ১৯৭২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত পুলিশে কর্মরত থাকাকালিন ভাল কাজে অবদান রাখার জন একবার রাষ্ট্রপতি পদক, জাতিসংঘে পুলিশ পদকসহ শতাধিক বিভিন্ন পদকে ভূষিত হন সেক্টর কমা-ার ফোরাম সদস্য ও বাংলাদেশ ওয়ার কাউন্সিলর ফাউ-েশন এর আজীবন সদস্য শেখ আতাউর রহমান। তিনি বৃহত্তর খুলনা সমিতির কোষাধ্যক্ষ ও ঢাকাস্থ সাতক্ষীরা সমিতির আজীবন সদস্য ছাড়াও উত্তরা মডেল ক্লাবের সদস্য নির্বাচিত হন। উপজেলার উত্তর শ্রীপুর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও আতাউর রহমান বিএম টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন ওই প্রবীন মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান। কর্মময় জীবনে বিভিন্ন নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার অবদান রয়েছে ওই মুক্তিযোদ্ধার। নির্বাচনে জয়লাভের জন্য বৃহষ্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাঁচাই বাছাই এর পর তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের গলায় মালা পরিয়ে নির্বাচনে জয়লাভের লক্ষে আশীর্বাদ চান।
কালিগঞ্জের মুক্তিযোদ্ধারা বলেন, আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নীতি নির্ধারকদের সিদ্ধান্ত উপেক্ষাকারী ও কোন ধর্ষণ মামলার আসামীকে ভোট না দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহবান জানাচ্ছেন। একইসাথে মাদকাসক্ত ও চাঁদাবাজদের আশ্রয়দাতা, সাংবাদিক হাফিজুর রহমানকে হাতুড়িপেটা করার নেপথ্য নায়ককেও ভোট না দেওয়ার জন্য আহবান জানাচ্ছেন। জঙ্গীমুক্ত, সন্ত্রাসমুক্ত, জামায়াতমুক্ত, মাদকমুক্ত, যৌতুক বিরোধী বিবাহ, বাল্য বিবাহ মুক্ত কালিগঞ্জ গড়তে ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধাকে ভোট দেওয়ার দাবি জানান তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd