শ্যামনগর ব্যুরো: জলবায়ু পরিষদের উদ্যোগে শ্যামনগর উপজেলার ১২ টি ইউনয়নের সংগৃহিত তথ্য সমূহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবদের উপস্থিতিতে পর্যালোচনা করার লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় শ্যামনগর বিআরডিবি-এর কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদের সভাপতি নাজিম উদ্দীন। কর্মশলারউদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হোসেন মিয়া। কর্মশালায় মূল সহায়কের ভূমিকা পালন করেন সিএসআরএল এর কর্মকর্তা সোয়েব চৌধুরী। জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনায় সংগৃহীত তথ্যগুলো পর্যালোচনামূলক সংশোধনী ও প্রস্তাবনাপূবক উপাস্থাপন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আঃ রউফ, কৈখালী ইউপি চেয়ারম্যান আঃ রহিম, বুড়িগোয়ালিনীর চেয়ারম্যান ভবতোষ মন্ডল, আটুলিয়ার চেয়ারম্যান আবু সালেহ বাবু, গাবুরার চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাসুদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভুরুলিয়া, শ্যামনগর, নুরনগর, রমজানননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, পদ্মপুকুর এর ইউপি সচিব ও সদস্যবৃন্দ। কর্মশালায় প্রতিটি ইউনিয়নের প্রধান প্রধান ঝুঁকি, ঝুঁকি জনিত প্রভবসমূহ, অগ্রাধিকার ভিত্তিতে কি কি প্রকল্প গ্রহণ করা যেতে পারে এবং প্রকল্পে জনগণের সক্রিয় অংশগ্রহণ কিভাবে করা যায় এসকল বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply