শ্যামনগর ব্যুরো :
বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর ও গণস্বাক্ষরতা অভিজানের আয়োজনে এবং উকে এর সহযোগিতায় কিশোরীদের আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করে গণ স্বাক্ষরতা অভিজানের পরিচালক তাসমি আক্তার। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, বেসরকারী প্রতিষ্ঠান রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, প্রেসক্লাব সেক্রেটারী জাহিদ সুমন, উপজেলা মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদ, উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণপদ মন্ডল, জাতীয় পার্টির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ প্রমুখ। আর উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ও ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়া কিশোরীদের পরামর্শ ও সুরক্ষায় প্রয়োজনে পাশে থাকার জন্য “হেল্প ডেক্স” এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। ২৪ ঘন্টা এ হেল্প ডেক্স নং-০১৭৩৩ ২২৪৮৬২ খোলা থাকবে এবং শ্যামনগর উপজেলার যে কোন কিশোরী যে কোন সময় তাদের নিরাপত্তার জন্য এ নাম্বারে ফোন করে সহযোগিতা পেতে পারবে। অনুষ্ঠানে মতবিনিময় সভার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।
Leave a Reply