শ্যামনগর ব্যুরো ঃ
তৃণমূলে জনপ্রিয়তার শীর্ষে থাকা শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার বাবু শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল এর বিশেষ কাউন্সিল অধিবেশনে রেকর্ড ৪৯% ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রথম পছন্দের প্রার্থী নির্বাচিত হয়েছেন।শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে উক্ত তৃণমূল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি শেখ মোশতাক রবি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক হারুনুর রশিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,জেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক আব্দুল মান্নান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। প্রথম অধিবেশনে দিক নির্দেশনা বক্তব্য শেষে দ্বিতীয় অধিবেশন এ গোপন ব্যলটের মাধ্যমে ২৪২ জন কাউন্সিলর এর মধ্যে ২৩৩ কাউন্সিলরগণ ভোটাধিকার প্রয়োগ করেন।প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা পোষণকারী সাতজন প্রার্থীর মধ্যে রেজাউল করিম অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম জহুরুল হায়দারকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন।বাকি ছয় জন প্রার্থীর মধ্যে এস এম জহুরুল হায়দার ১১৪,এস এম আতাউল হক দোলন ৭৮,জি এম শফিউল আযম লেনিন ২০,অসীম কুমার মৃধা ১২,অসীম কুমার জোয়ার্দার ০৪, গাজী আনিছুজ্জামান ০৫ ভোট পেয়েছেন।সরেজমিন বিশেষ কাউন্সিল অধিবেশন ভেন্যু জেসি কমপ্লেক্স মিলনায়তনে উপস্থিত কাউন্সিলর ও সাধারণ নেতাকর্মীদের মাঝে এস এম জহুরুল হায়দার এর পক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Leave a Reply