শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাপখালী গ্রামের ৬৮ বছরের বৃদ্ধ নহর আলী ও তার ৫৮ বছরের বৃদ্ধা স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে জবর দখলকারীরা। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায়, সাপাখালী গ্রামের নহর আলী কৈখালী মৌজায় জেএল নং- ৭৫, খতিয়ান নং- ১২৭১, দাগ নং- ২৭৮, জমির পরিমান- ১ একর, রেজিঃ ও কোবলাকৃত সম্পত্তিতে পুকুর কেটে ঘরবাড়ি করে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে বসবাস করেছে। এলাকার জবর দখলকারী ও পরসম্পদ লোভীরা দলবদ্ধ হয়ে গত শুক্রবার জোরপূর্বক নহর আলীর পুকুরে মাছ ধরতে থাকে। নহর আলী বাধা দেওয়ায় জবর দখলকারীরা ধারালো দায়ের কোপে নহর আলীকে জখম করে। নহর আলীর স্ত্রী ঠেকাতে গেলে লাঠি দিয়ে নহর আলীর বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বেগমের পা ভেঙ্গে দেয়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা আনোয়ারার অবস্থা খারাপ হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় দখলকারী সাপখালী গ্রামের নওশাদ কয়াল, নওশাদ কয়ালের পুত্র জাফর, জাহার আলী, রফিকুল, শফিকুল, মোরশেদ কয়ালের পুত্র মিজানুর ও ইব্রাহিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৫৪, ১১৪, ৫০৬ ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৫।
Leave a Reply