নিজস্ব প্রতিনিধি: গতকাল রবিবার বিকেলে প্রগতির কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রচারভিযানের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম. আবুল হোসেন- সেতু বাংলাদেশ, মাধব চন্দ্র দত্ত- স্বদেশ, দিপঙ্কর সাহা- রিলিফ ইন্টারন্যাশনাল, মোঃ শরিফুল ইসলাম- ব্রেকিং দি সাইলেন্স, মোঃ আবু জাফর সিদ্দিক- ক্রিসেন্ট, নাজমুল আলম মুন্না- বরসা, এসকে আফজাল হোসাইন- সুন্দরবন ফাউন্ডেশন, জোসনা দত্ত- মহিলা পরিষদ, মহুয়া মঞ্জুরী- অর্জন ফাউন্ডেশন, এম ডি আক্তারুল আলম- উন্নয়ন কনসালটেন্ট, মৃনাল কুমার সরকার- উন্নয়ন কর্মী, শম্পা গোস্বামী- প্রেরণা, সুপ্রকাশ- প্রগতি, পাপিয়া আহমেদ-প্রগতি, মোঃ শরিফুল ইসলাম খান- উন্নয়ন কর্মী ও এম আফজাল হোসেন-সাংবাদিক। আলোচনা সভায় বলা হয় সরকার ইতোমধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে দেশকে উন্নত দেশে উন্নীত করার লক্ষ্যে ডেলটা পরিকল্পনা করেছে। কিন্তু বাস্তবাতায় দেখা যায় সবচেয়ে ঝুঁকিতে থাকা দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল উন্নয়নের ক্ষেত্রে ন্যায্য দৃষ্টি ভঙ্গি থেকে বঞ্চিত থাকে। এহেন প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ গুরুত্ব ও নজরদারির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
Leave a Reply