ঘূর্ণিঝড়ে মুন্সিগঞ্জ কলেজের পাঠদান ভবনসহ ছাত্রী মিলনায়তন বিধ্বস্ত

ঘূর্ণিঝড়ের আঘাতে সাতক্ষীরার মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী মিলনায়তনসহ একটি পাঠদান ভবন সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি সোমবার শেষ রাতে প্রচণ্ড শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দক্ষিণ-পশ্চিম উপকুলীয় জনপদের শিক্ষা প্রতিষ্ঠানের ওই ক্ষয়ক্ষতি হয়।

সরেজমিনে গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ কলেজ ক্যাম্পাসে পৌঁছে দেখা যায় বাংলা ও ইংরেজী বিষয়ে পাঠদানের জন্য নির্ধারিত হলরুমের উপরিভাগের এ্যাজবেসটস ও টিনের ছাউনি পাশের মাঠের মধ্যে পড়ে আছে। এছাড়া ভবনের পাঁকা দেয়ালের উত্তর পাশ ধসে যাওয়ার পাশাপাশি যথাক্রমে পুর্ব ও পশ্চিম পাশের দেয়ালে ভয়ংকরভাবে ফাটল দেখা দিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *