নিজস্ব প্রতিনিধি ঃ আজ বুধবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হয়েছে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি । বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানেসভাপতিত্¦ করেন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ভিত্তিপ্রস্তর স্থাপন কালে বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন এসেছে।’
এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত সহকারি প্রকৌশলী এম.এম.এ জাহেদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, খন্দকার আলী হায়দার ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি খন্দকার মোস্তফা বিন হায়দার , সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সহকারি শিক্ষক ইয়াহিয়া ইকবাল, সিরাজুল ইসলাম, গাজী মোমিন উদ্দীন, শেখ মুস্তাফিজুর রহমান, কানাইলাল মজুমদার, মাহমুদুল হাসান খান, শ্যামল কুমার দাশ, মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৮ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply