নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মেডিকেল কলেজ ক্যাম্পাসে উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ডাঃ গাজী নাসির উদ্দীন, সাংস্কৃতিক সপ্তাহের আহবায়ক ডঃ হরষিৎ চক্রবর্তী, ডাঃ কামরুজ্জামান, ডাঃ শংকর প্রসাদ বিশ্বাস, ডাঃ কাজী আরিফ আহমেদ, ডাঃ খান গোলাম মোস্তফা, ডাঃ রুহুল কুদ্দুস, ডাঃ আরিফুজ্জামান, ডাঃ সঞ্জয় সরকার, ডাঃ নাজমুস সাকিব, ডাঃ শামীমা আক্তার, ডাঃ জাহিদুল ইসলাম সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডাঃ সুতপা চ্যাটার্জী। এসময় প্রধান অতিথি বলেন, মেডিকেলের লেখাপড়া অনেক কঠিন। শিক্ষার্থীদের মনের খোরাক মেটাতে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একান্ত প্রয়োজন। এখানে জয় বিজয়ী বড় কথা নই। অংশগ্রহণ করায় বড় কথা। লেখাপড়ার পাশাপাশি এগুলোও শিক্ষার্থীদের জন্য প্রয়োজন।
Leave a Reply