সাতক্ষীরা সীমান্তের দক্ষিন তলুইগাছায় এক যুবলীগ নেতা বাড়ির ছাদের ওপর থেকে একটি পাইপ গান ও ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাঁশদহা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানাকে। মাসুদ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।
তলুইগাছা বিজিবি ক্যাম্প অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান গোপন সূত্রে খবর পেয়ে মাসুদ রানার বাড়িতে সোমবার রাতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় তার বাড়ির ছাদের ওপর থেকে জব্দ করা হয় একটি পাইপ গান , নয় রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেনসিডিল।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
Leave a Reply