সাতক্ষীরার কাথন্ডা সীমান্ত থেকে কাভার্ডভ্যান ভর্তি ফেন্সিডিলসহ আটক-২


ফেব্রুয়ারি ১৮ ২০১৯

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কাথন্ডা সীমান্ত থেকে কাভার্ডভ্যান ভর্তি ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার কাথন্ডা বাজার থেকে তাদের আটক আটক করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতর তল্লাশী চালিয়ে ৫৯০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মাগুরা জেলার শালিখা গ্রামের আবু সাঈদের ছেলে স্বপন মিয়া (৩৪) ও বগুড়া জেলার শিবগঞ্জ গ্রামের তোসাদেক হোসেনের ছেলে খসরু পারভেজ (৫০)।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলী আহমদ হাশেমি জানান, সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা ভারত থেকে অবৈধ পথে ফেন্সিডিলের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাথন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতরে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং আটক করা হয় উক্ত দুই মাদক ব্যবসায়ীকে। তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্যামনগর

যশোর

আশাশুনি


জলবায়ু পরিবর্তন