নিজস্ব প্রতিনিধি: হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) বাংলাদেশ এনজিও ব্যুরো থেকে নিবন্ধিত ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা আশা’র একটি সহযোগী প্রতিষ্ঠান। বিগত ৬ বছর সংস্থাটি আপনাদের সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভায় গরিব প্রান্তিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট্ ও পরিচ্ছন্ন জীবন যাপনের জন্য ওয়াস প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে আগামী ২ বছর সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প কাজের ধারাবাহিকতায় কলারোয়া পৌরসভা হল রুমে ওয়াশ ব্যবসায়ী ও বীমা কোম্পানী প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার মধ্যে দিয়ে বীমা কোম্পানীর পক্ষ থেকে সেবা সমুহ তথা জীবন বীমার পাশাপাশি ওয়াস ব্যবসায়ীদের পণ্য বীমার আওয়াতায় নিয়ে আসা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হয়। জীবন বীমা কর্পোরেশন প্রতিনিধি বলেন যে আমরা ওয়াস ব্যবসায়ীদের পণ্য বীমার বিষয়টি আমরা আমাদের প্রতিনিধির নিকট তুলে ধরব এবং পরবর্তীতে ওয়াস ব্যবসায়ীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে নূন্যতম ফি কী হতে পারে ও ওয়াস উদ্যোক্তাদের কোন প্রকার প্রকার অঙ্গহানীকে বীমার আওয়াতায় নিয়ে আসা যায় কী না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওয়াস ব্যবসায়ীদের পক্ষে জীবন বীমা কর্পোরেশন প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, পদ্মা লাইফ ইন্সুরেন্স প্রতিনিধি মোঃ আঃ রশিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অপরদিকে পণ্য বীমা ও জীবন বীমা বা অঙ্গহানী সংক্রান্ত বিষয়ে বীমার আওয়াতায় নিয়ে আসার চাহিদা তুলে ধরেন শেখ মমিনুল ইসলামসহ অন্যান্য ওয়াস উদ্যোক্তাবৃন্দ। আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ শাহজাহান আলী ও আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোঃ রবিউল ইসলাম বক্তব্য রাখেন। প্রাকটিক্যাল বাংলাদেশ প্রতিনিধি শাহনাজ পারভিন ও উত্তরণ প্রতিনিধি রাহুল দে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন হোপ ফর দি পুওরেষ্ট’র প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ সেলিনা খাতুন, ধন্যবাদ জ্ঞাপন করেন মোছাঃ রোকসানা পারবভীন ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার।
Leave a Reply