দেবহাটায় পুলিশের অভিযানে ১৭ লক্ষ টাকা মূল্যের ২ তক্ষক সাপ আটক

দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের অভিযানে ১৭ লক্ষ টাকা মূল্যের ২টি তক্ষক সাপ আটক হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ও ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী জানান, বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের আনারুলের বাড়ির পাশ থেকে ২টি তক্ষক সাপ (যার একটির দৈর্ঘ্য ১৩ইঞ্চি, মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা আর অপরটির দৈর্ঘ্য ১২ ইঞ্চি, মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা) আটক করেন। কিন্তু আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে এসআই মামুনুর রহমান ধোপাডাঙ্গা গ্রামের আনারুল ও নোড়ারচক গ্রামের সিরাজুল নামের ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনের নামে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১২। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা তক্ষক সাপ আটকের বিষয়ে মামলা হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, এ ধরনের আইন বিরোধী কাজের প্রকৃত আসামিদের গ্রেফতার করে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *