সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার (১৪ জানুয়ারী) সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্না প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শেখ ফিরোজ আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, মীর মোশারফ হোসেন মন্টু, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, মো. শফিকুল আলম বাবু, কাজী ফিরোজ হাসান, শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, অনিমা রাণী মন্ডল প্রমুখ। পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মো. শহিদুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর প্রমুখ।
Leave a Reply