নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় নির্মাণাধীন ১০ তলা চীফ জুডিশিয়াল ভবন থেকে পড়ে জুয়েল হোসেন নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। রোববার সকালে এ ঘটনাটি ঘটে। নিহত জুয়েল যশোর জেলার বাঘারপাড়া গ্রামের শাহিদুল্লার ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে নির্মাণাধীন ১০ তলা চীফ জুডিশিয়াল ভবনে কাজ করার সময় জুয়েল পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, নিহতের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে
Leave a Reply