শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলা ব্যাপি মৎস্য ব্যবসায়ী স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও জনগণের স্বার্থ রক্ষায় সঠিক নিয়মকানুন মেনে তথা দেশের সেবার মান বৃদ্ধিসহ পরিবেশ দুষনমুক্ত রেখে ব্যাবসার স্বার্থ রক্ষার জন্য উপজেলা কেন্দ্রিক ‘মৎস্য আড়ৎ ব্যবসায়ী কল্যান সংঘ’ নামীয় সমিতি গঠন করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মৎস্য আড়ৎ মালিক সমিতির সভায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সুজন সরকার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম খান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ রউফ এছাড়া বিভিন্ন এলাকার মৎস্য আড়ৎ ও ডিপো মালিকগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকালের সিদ্ধান্তক্রমে এ মৎস্য আড়ৎ ব্যবসায়ী কল্যান সংঘ গঠন করা হয়েছে। উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে এ সংঘের রেজিস্ট্রেশন করা হবে, গঠনতন্ত্র তৈরি করা হবে ও মেয়াদ নির্ধারন করা হবে। এ সংঘের মুল লক্ষ্য থাকবে ব্যবসায়ীক স্বার্থ সংরক্ষণ করা, মৎস্য আইন সমূহ বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করা, রপ্তানি পন্য মাছ, চিংড়ী ও কাঁকড়ার গুনগত মান বজায় রাখা ইত্যাদি। এ মৎস্য আড়ৎ ব্যাবসায়ী কল্যান সংঘ উপজেলা ব্যপি বিভিন্ন মৎস্য আড়ৎ/ডিপো গুলি নিয়ন্ত্রন করবে। এসংঘের সদস্যরা হলেন- সভাপতি হাছিম সরদার, সহ-সভাপতি গোলাম মোস্তফা ও বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক খোকন সানা, কোষাধ্যক্ষ পরিমল সাহা (পল্টু) ও ১০ জন নির্বাহী সদস্য সহ ১৫ সদস্য বিশিষ্ট মৎস্য আড়ৎ ব্যবসায়ী কল্যান সংঘ গঠন করা হয়েছে।
Leave a Reply