শ্যামনগরে জবর দখলকারীর ধরালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ স্বামী ও স্ত্রী গুরুতর আহত

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে প্রভাবশালী জবর দখলকারীদের দা ও লাঠির আঘাতে ৬৫ বছরের বৃদ্ধ নহর আলী ও ৫৫ বছরের বৃদ্ধা আনোয়ারা খাতুন (স্বামী-স্ত্রী) গুরুতর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাসূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শাপখালী গ্রামের নওশাদ আলী কয়ালের পুত্র প্রভাবশালী রফিকুল ইসলাম (নেদা), জানুর আলী ও শফিকুল ইসলাম, হোসেন আলীর পুত্র মিকাইল হোসেন, মোরশেদ আলীর পুত্র মিজানুর রহমান বুধবার সকাল ১০ টায় জোরপূর্বক একই গ্রামের মৃত মফেজউদ্দীন কয়ালের পুত্র নহর আলী কয়ালের পুকুরে মাছ ধরতে যায়। এসময় বৃদ্ধ নহর আলী ও তার স্ত্রী আনোয়ারা খাতুন বাধা দিতে গেলে জবর দখলকারীরা দা ও লাঠি দিয়ে তাদের মারপিঠ করে গুরুতর আহত করে। আহত বৃদ্ধ স্বামী-স্ত্রী শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *