“পুলিশ সেবা সপ্তাহ”-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে উক্ত প্রেসব্রিফিংটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রেসব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপÍ পুলিশ সুপার ) মোঃ ইলতুৎমিশ, বিশেষ শাখার পরিদর্শক আজম খান প্রমুখ।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমান প্রেসব্রিফিং এ জানান, ২৭ জানুয়ারী হতে আগামী ২ ফেব্রুয়ারী-২০১৯ পর্যন্ত দেশব্যাপী পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় পুলিশ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ ২৭ জানুয়ারী রবিবার সকাল সাড়ে ১০ টায় শহরের খুলনা রোড মোড় থেকে পুলিশের সকল ইউনিটের সদস্য এবং জেলার সর্বস্তরের মানুষের সমন্বয়ে একটি র্যালী বের হবে। এছাড়া
পুলিশ সেবা সপ্তাহর অংশ হিসেবে মাদক নিমূল, জঙ্গিবাদ রোধ, যানজটরোধ, ট্রাফিক সচেতনতা বৃদ্ধিসহ সকল পুলিশিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে
Leave a Reply