নিজস্ব প্রতিবেদক : “ভ্যাট দেব গড়ব দেশ, মধ্যম আয়ের বাংলাদেশ”, বাড়ছে ভ্যাটের প্রবৃদ্ধি দেশের হচ্ছে সমৃদ্ধি” শ্লোগানে সাতক্ষীরায় পালিত হয়েছে জাতীয় ভ্যাট সপ্তাহ। সাতক্ষীরা পলাশপোলস্থ নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ভ্যাট দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মনিরুল হক, রাজস্ব কর্মকর্তা এ, এম নাহিদ হোসেন, আব্দুস সালাম, মোঃ হাশেম আলী, সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদার, শফিউল বারী, রবিউল ইসলাম, আজিজা সুলতানা, আজিজ রেজা, ফারুখ আলমগীর, হামিদুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া ভোমরা সিএন্ডএফ এজেন্টন্স নেতৃবৃন্দ, জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ, মোজাফফার গার্ডেন, চায়না বাংলাসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক কবুতর ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সকলকে ভ্যাট প্রদানে উৎসাহ প্রদান করতে “ভ্যাট দেব গড়ব দেশ, মধ্যম আয়ের বাংলাদেশ”, বাড়ছে ভ্যাটের প্রবৃদ্ধি দেশের হচ্ছে সমৃদ্ধি”, “জনগণের ভ্যাটের টাকা উন্নয়নের ঘুরছে চাকা”, “রাজস্বের প্রবৃদ্ধি টেকসই সমৃদ্ধি” এধরনের লেখা বিভিন্ন লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
উল্লেখ্য: ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে ২০১৬-১৭ অর্থ বছরে সাতক্ষীরার ৩টি প্রতিষ্ঠান শ্রেষ্ট ভ্যাট দাতা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে রনি প্লাউড উৎপাদনে, ওয়াল্টন প্লাজা ব্যবসায়ে এবং মোজাফফর গার্ডেন সেবায় শ্রেষ্ট নির্বাচিত হন। ১০ ডিসেম্বর খুলনায় শ্রেষ্ঠ ভ্যাট দাতাদের নাম ঘোষণা করা হয় এবং তাদের সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply