স্টাফ রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষে দৈনিক মানব কন্ঠের জেলা অফিস ও গাজী নিউজ ২৪ অনলাইনের পক্ষথেকে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিকালে শহরের জর্জকোর্ট সংলগ্ন গাজী নিউজ ২৪ অনলাইন এর কার্যালয়ে শতাধিক অসহায় শীতার্ত মানুষে মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসয় উপস্থিত ছিলেন দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি অসিম চক্রবতি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) ইন্সপেক্টর হারান চন্দ্র পাল, গাজী নিউজ ২৪ অনলাইন এর সম্পাদক সাহাজান গাজী ও জেলা বস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।
Leave a Reply