নাশকতার মামলায় ধানের শীষের প্রার্থী গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি ॥ নাশকতার একটি মামলায় জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সাতক্ষীরা চার আসনের (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) মাওলানা আব্দুল বারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বেলা তিন টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্তকৃত) ও জামায়াতের সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল বারী, পদ্মপুকুর ইউননিয়ন জামায়াতের আমীর আব্দুর রউফ ও জামায়াত নেতা শেখ আব্দুল বারীসহ ৬ জন।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বংশীপুর এলাকা থেকে নাশকতার একটি মামলায় জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল বারীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *