শ্যামনগর প্রতিনিধি: রবিবার বিকালে শ্যামনগর উপজেলার প্রগতির কার্যালয়ে জলবায়ু পরিষদ শ্যামনগর ও সিএসআরএলের বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নারী প্রধানদের অংশগ্রহণে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ,শিক্ষক শম্পা রানী গোস্বামী,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহানা আক্তার,ইউপি সদস্য সেলিনা সাইদ,ইউপি সদস্য দোলোয়ারা বেগম,রওশনারা বিথী,শিক্ষক ললিতা রানী,সাবেক ইউপি সদস্য ঝরণা বেগম,সিএসআরএলের ফিল্ড কর্মকর্তা সুপর্ণা কর্মকার,বাহামনি মুন্ডা সাংবাদিক রনজিৎ বর্মন প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা করেন জলবায়ু পরিষদ সদস্য সচিব আশেক ই এলাহী।সভায় শিল্পী রানী মৃধাকে আহবায়ক ও চন্দ্রিকা ব্যানার্জীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জলবায়ু সহনশীল নারী ফোরাম গঠন করা হয়। সভায় নারীদের জলবায়ু ঝুঁকি ও করনীয়,নারীদের আর্থ সামাজিক উন্নয়ন সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
Leave a Reply