নিজস্ব প্রতিনিধি: আশ্রয় ফাউন্ডেশন-এর আয়োজনে, দাতা সংস্থা অক্সফাম এর অর্থায়নে এমপাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এ্যাক্টরস্ (এলনা) প্রকল্পের আওতায় সাতক্ষীরায় সিটিপি প্লাটফরম প্রস্তুত ও জাতীয় পর্যায় লিংক করার উপর শনিবার (২৪ নভেম্বর ২০১৮) কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স. ম. আলাউদ্দিন মিলনায়তনে সাতক্ষীরায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন আশ্রয় ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। প্রধান অতিধি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার নিজেস্ব প্রতিবেদক ও ভয়েজ অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান।। কর্মশালায় উপস্থিত ছিলেন এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শেখ হুমায়ুন কবির ও ইন্টারশিপ আরিফুল ইসলাম, মোঃ টিপু সুলতান, নাজমা আক্তার ।
কর্মশালায় অংশগ্রহন করেন দৈনিক সাতনদীর নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, চুপড়িয়া মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মরিয়ম মান্নান, দৈনিক ডেস্টিনির তালা প্রতিনিধি শফিকুল ইসলাম, ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, মুক্তি ফাউন্ডেশন এর পরিচালক গোবিন্দ ঘোষ, বড়কুপট গণচেতনা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শিবু প্রসাদ বৈদ্য, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা, সাজেদা নারী উন্নয়ন পরিষদ এর সভানেত্রী লতিফা আকতার, সিডো সংস্থা, আরা সংস্থার সহ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা।
Leave a Reply