1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
২৭ আষাঢ়, ১৪৩২
Latest Posts
📰সাতক্ষীরায় ব্র্যাকের উদ্যোগে ৫শ শতাধিক মানুষের মাঝে ফ্রি চুক্ষ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত📰সুধীজনদের সাথে তালায় নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত📰শ্যামনগরের মানিকখালী-রমজাননগর সড়কের কালভার্টে বেহাল দশা, চলাচলে ঝুঁকি📰আশাশুনি দারিদ্র বিমোচন কার্যালয় ও ৩ অফিস পানির সাথে যুদ্ধ করে চলছে📰সাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন📰সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ 📰সাতক্ষীরায় জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন📰এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই📰উপজেলায় অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত দলগুলো📰গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২

শামুকের পাটকেলঘাটার থেকে ছোট ও ডিমওয়ালা শামুক আহরণে হারিয়ে যাচ্ছে শামুক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪০১ সংবাদটি পড়া হয়েছে

বিশ্বজিৎ চক্রবর্তি ॥ পাটকেলঘাটার ছোট-বড় মিঠা পানির পুকুর, বিল, বাঁওড়, খাল, নদী, জলাশয়, জলাভূমিতে বিচরণ ছিল শামুকের। বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী শামুকের আবাসস্থল ধ্বংস, ছোট ও ডিমওয়ালা শামুক আহরণসহ বিভিন্ন কারণে এটি এখন বিলুপ্তির পথে। পানি পরিষ্কার রাখা ও জলাভূমির জীববৈচিত্র সুরক্ষায় ব্যাপক ভূমিকা রাখলেও টিকে থাকা নিয়ে হুমকির মুখে পড়েছে শামুক। পাটকেলঘাটার কলেজ মোড়, মকসেদপুর স্কুল মোড়, কুমিরা, মির্জাপুর, দলুয়া, মৌলভী বাজারে এ অঞ্চলের শামুক কেনাবেচার সবচেয়ে বড় হাটগুলো বসত। এ বাজার গুলোয় বেচাকেনা চলে বছরের ভাদ্র থেকে কার্ত্তিক মাস পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে, নব্বইয়ের দশক থেকে জেলা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে মাছের ঘের বাড়তে শুরু করে। একদিকে বাগদা চাষের জন্য লবণ পানি ব্যবহারের কারণে শামুকের সংখ্যা কমতে থাকে; অন্যদিকে চিংড়ির খাদ্য হিসেবে ব্যবহার হয় শামুকের মাংস (গ্যাতা)। আবার শামুকের খোলস দিয়ে চুন, ঘেরের পানি পরিষ্কার করার পাউডার, পোল্ট্রি ফার্মে মুরগির খাদ্য ও মাছের খাবার তৈরি করা হয়ে থাকে। প্রতি বছর ব্যাপক হারে ছোট ও ডিমওয়ালা শামুক আহরণ করা হচ্ছে। ফলে পাটকেলঘাটার অঞ্চলসহ উপজেলার জলাভূমি থেকে শামুক কমে যাচ্ছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও শামুক কমে যাওয়ার আরেকটি কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সময়মতো বৃষ্টিপাত না হওয়া ও মিঠা পানির জলাশয়ে লবণাক্ততার প্রভাব পড়ায় শামুকের বংশবৃদ্ধি বাধাগ্রস্থ হচ্ছে।
পাটকেলঘাটার তৈলকুপি এলাকার ঘের মালিক অমিত কুমার সাধু বলেন, ঘেরে শামুক দেয়া হলে মাছ তাড়াতাড়ি বাড়ে, তাজা হয়। অল্প সময়ে বেশি লাভ করতে এ খাবার দেয়া হয়। পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ চক্রবর্তি বলেন, বিভিন্ন স্থানে সংঘবন্ধ ভাবে বিল, হাওড়-বাঁওড় থেকে শামুক কুড়িয়ে ফড়িয়াদের কাছে বিক্রি করে। ফড়িয়ারা বেপারির কাছে, বেপারিরা আড়তদারের কাছে এবং সবশেষে ঘের মালিকরা কিনে এনে এলাকার গরিব মানুষদের দিয়ে ভেঙ্গে নেয়। পরিবেশ নিয়ে ভাবার সময় কই তাদের! পাটকেলঘাটা বাজার এলাকায় শামুক ভাঙ্গার কাজ করেন হালিমা বেগম। তিনি বলেন, ‘অভাবের জন্য এ কাজ করি। পরিবেশের কি হয়, তা জানি না। এক বস্তা শামুক ভেঙ্গে এর মাংস বের করে দিলে ১০০ টাকা দেয়। কুমিরা মহিলা কলেজের জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শামুক মূলত মাটির ক্যালসিয়াম কার্বনেট বৃদ্ধি করে। মাটির গুণগত মান ঠিক রাখে ও পানি ফিল্টারিংয়ের কাজ করে। ফলে এটি কমে গেলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। মাটির অ্যাসিডিটি বেড়ে যাবে। ফলে ফসল উৎপাদন কমবে। শামুককে খাদ্য হিসেবে ব্যবহার করে বহু প্রাণী বেঁচে আছে। শামুক হারিয়ে গেলে খাদ্য শৃঙ্খলেও নেতিবাচক প্রভাব পড়বে। কাটাখালি গ্রামের শামুক ব্যবসায়ী কিংকর মন্ডল ও মকসুদপুর গ্রামের সুবীর কুমার জানান, এভাবে প্রাকৃতিক উৎস থেকে নির্বিচারে শামুক নিধন চলতে থাকলে কৃষিবান্ধব এই জলজ প্রাণী অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। শামুক চাষ এখন সময়েরই দাবি। এর রয়েছে বানিজ্যিক উপযোগিতাও। শামুক চাষের মধ্য দিয়েও সৃষ্টি হতে পারে বহু কর্মসংস্থান, আসতে পারে কৃষি সাফল্য।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd