সংবাদ বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার মধ্যরাতে শহরের অদূরে বাঁকাল কোল্ডষ্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ নান্নু মিয়া (৪২) । সে ঢাকা পল্লবির মৃত বাচ্চু মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে একটি মটরসাইকেল ও ২২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে মটরসাইকেলযোগে ফেন্সিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের অদূরে বাঁকাল কোল্ডষ্টোরের সামনে ডিবি পুলিশের একটি টহল দল অভিযান চালায়। এ সময় সেখান থেকে নান্নু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply