‘বাংলাদেশ রিভার ফোরাম-২০১৮’ সম্মেলন অনুষ্ঠিত


১৮ নভেম্বর সকাল থেকে দিন ব্যপি পিকেএসএফ অডিটোরিয়ামে “ লিসেনিং টু দা গ্রাসরুট’ শ্লোগানকে সামনে নিয়ে দেশব্যপি গড়ে উঠা নদী রক্ষা আন্দোলন সমুহের প্রতিনিধিদের নিয়ে ‘বাংলাদেশ রিভার ফোরাম-২০১৮’ সম্মেলন অনুষ্ঠিত হয়। রিভাররিন পিপউলস এর আয়োজিত সম্মেলনে তৃণমুল পযায়ের ৭০টি অধিক নদী রক্ষা আন্দোলনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ এর চেয়ারম্যান বিশিষ্ঠ  অর্থনীতিবীদ ড. খলিকুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান ড. মুজিবর রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজেরা করির সমন্বয়কারী খুশি কবীর, অক্সফ্যামের প্রোগ্রাম ডিরেক্টর এমডি আকতার, পিকেএসএফ এর ডেপুটি ডিরেক্টর ড. মো. জসিমুদ্দিন, পরিবেশ আইনজীবী আব্রাহিম লিং কং প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দের রিভাররিন পিপলসে এর সেক্রেটারী জেনারেল শেখ রোকন।

আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বড়াল নদী রক্ষা কমিটির সম্পাদক মো. মুজিবর রহমান, বুড়িগজ্ঞা বাচাও আন্দোলনের আহ্বায়ক মিহির দত্ত প্রমুখ তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সম্মেলনে।

সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিভারাইন পিপলসের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  ড. এমডি মাসুদ পারভেজ আলম, প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর ব্যাবস্থাপনা  পরিচালক ও সাবেক সচিব মো. আব্দুল করীম । এ পর্বের বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য এমডি. আলাউদ্দীন, বেলার নির্বাহী প্রধান সৈয়দা রেজয়ানা হাসান, বাপার জেনেরেল সেক্রেটারী ডা. আব্দুল মতিন ও রিভারাইন পিপলসের ডিরেক্টর আনোয়ার হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *