ডাঃ রুহুল হক কে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতারা


নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা-৩ আসনে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ. ফ. ম. রুহুল হক পুনরায় নৌকা প্রতিকের মনোনয়ন পাওয়ায় সাতক্ষীরার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির পক্ষ থেকে কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল রাতে রুহুল হকের বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম আহবায়ক জে এম ফাত্তাহ, কাজী আক্তার হোসেন, সদস্য সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু, নূর ই আলম সিদ্দিকী মুকুল, মোঃ সালাউদ্দীন আল আজাদ, আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক মাসুদ আলী, পলাশ হোসেন, হোসেন মাহমুদ ক্যাপ্টেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় রুহুল হক এমপি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আসন্ন মহান জাতীয় নির্বাচনে শেখ হাসিনা যাদের নৌকা প্রতিক দিয়েছেন দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে যেয়ে নৌকা প্রতিককে বিজয়ী করে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *