1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
২৫ আশ্বিন, ১৪৩১
Latest Posts

সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন এখন গরম : আওয়ামীলীগ, বিএনপি, জামাত, জাপা,জাসদ, ওয়ার্কাস পাটি, বামজোট, ইআন্দোলন, বিকল্প ধারা সকলের প্রার্থী ঘোষনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন জাতীয় পাটি ও জামাতে প্রার্থীঘোষনার মধ্যে দিয়ে সরগরম হয়ে উঠেছে। এছাড়া সাতক্ষীরা ২ তে ইভিএম ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের ঘোষনা আলোচনার পালে নূতন করে হাওয়া দিচ্ছে।  আলোচনায় আছেন সাতক্ষীরা-৪ এ বিকল্প ধারার প্রার্থী দেওয়ায় বিষয়টিও। ফলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ( মহাজোটের) চুড়ান্তপ্রার্থীর বিষয়টি জানতে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ জেলার তিনটিআসনে রোববার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। গতরাতেই পাওয়া যায় জেলার জামাতের তিন প্রার্থীর নাম। একই সংগে আসে জাতীয় পাটির তিন প্রার্থীর নাম। ফলে এখন রাজনৈতিকঅংগন গরম।

 লটারীতে সাতক্ষীরা সদর আসনে ভাগ্য নির্ধারণ হবে আধুনিক পদ্ধতির  ইভিএম এর মাধ্যমে। নির্ধারিত সময়ের আগে কিম্বা পরেইভিএম চালু করা যাবেনা। এটি হ্যাককরারও কোন সুযোগ নেই। কেউইভিএম মেশিনচুরি বা ছিনতাই করতেপারবে না। চুরিবা ছিনতাই করলেও তাতে কাজ হবেনা। ইভিএম পরিচালিত প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেসেনাবাহিনী।


সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির নেতা এড. মুস্তফালুৎফুল্লাহ এ আসনে জোটের প্রার্থীহচ্ছেন তা প্রায় নিশ্চিত। অপর দিকে জাতীয়পার্টি সোমবার দলীয় প্রার্থী হিসেবে এআসনে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্তের নাম ঘোষণা করেন। এআসনে বিএনপিসহ২৩ দলের প্রার্থী হচ্ছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ আসনে প্রথমেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাসদ মনোনীত ওবায়েদুস সুলতান বাবলু।


সাতক্ষীরা সদরে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি। এ আসনে  জাতীয় পার্টির প্রার্থী শেখ আজহার হোসেন।  এআসনে জামাতের প্রার্থী হচ্ছেন মুহাদ্দিস আব্দুল খালেক।


সাতক্ষীরা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আ.ফ. ম রুহুল হক।  এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছেন জামাতের রবিউল বাশার।

 সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের একাংশ)আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এসএম জগলুল হায়দার। অপরদিকেসোমবার জাতীয়পার্টির দলীয় টিকিট পেয়েছেন আব্দুস সাত্তার মোড়ল।  তিনি লাঙল নিয়েই লড়বেন বলে জানিয়েছেন দলটির জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এ আসনে বিএনপি-জামাত জোটের প্রার্থী সাবেক এমপি জামাতের গাজী নজরুল ইসলাম। সাতক্ষীরা-৪ আসনে এখনো হাল ছাড়েননি বিকল্পধারার এইচ এম গোলাম রেজা। তিনি কেন্দ্রের সাথে দেনদরবারঅব্যাহত রেখেছেন।

সাতক্ষীরাতে বামজোটের পক্ষে অংশ গ্রহনের জন্য প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন্

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd