শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে শ্যামনগরে হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ এর এই দিনে পাক হানাদার বাহিনীর সাথে তৎকালীন মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে পাক বাহিনী পরাজিত হয়। খুলনা বিভাগের মধ্যে শ্যামনগর প্রথম হানাদার মুক্ত হয়। বাংলাদেশ স্বাধীনের পর থেকেই দিবসটি পালিত হয়ে আসছে। গতকাল ১৯ নভেম্বর এদিবস পালনে মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জনের নেতৃত্বে সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে মুক্তিযোদ্ধা স্তম্ভের সামনে আলোচনা সভায় হাজির হয়। এখানে মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জনের মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন প্রমুখ।
Leave a Reply