1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
৮ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় উন্নয়ন মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৫৬৫ সংবাদটি পড়া হয়েছে

এস.এম. হাবিবুল হাসান ও মো. মুশফিকুর রহমান (রিজভি): ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এবং উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের সাথে একযোগে সাতক্ষীরায়ও ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন।

সমগ্রদেশের সাথে মিল রেখে সাতক্ষীরার সকল উপজেলায় বৃহস্পতিবার উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।  জেলায় উন্নয়ন মেলার প্রধান উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রাণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। উন্নয়নের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে।’অতিরিক্ত সচিব বলেন, ‘বর্তমানে দেশে যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যদি এর ধারাবাহিকতা বজায় থাকে তবে ২০৪১ নয় ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

অতিরিক্ত সচিব বলেন, ‘বর্তমানে দেশে যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যদি এর ধারাবাহিকতা বজায় থাকে তবে ২০৪১ নয় ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ সাগর থেকে মহাকাশ পর্যন্ত জয় করেছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অল্পদিনেই বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ বর্ডার গার্ড ব্যাটিলিয়নের ল্যফটেনেন্ট কর্ণেল মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমুখ।

মেলায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ জন উপকারভোগীকে আর্থিক সহযোগীতা প্রদান করেন। এবারের মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক স্টল অংশগ্রহণ করেছে। মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd