এস.এম. হাবিবুল হাসান ও মো. মুশফিকুর রহমান (রিজভি): ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এবং উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের সাথে একযোগে সাতক্ষীরায়ও ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন।
সমগ্রদেশের সাথে মিল রেখে সাতক্ষীরার সকল উপজেলায় বৃহস্পতিবার উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। জেলায় উন্নয়ন মেলার প্রধান উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রাণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। উন্নয়নের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে।’অতিরিক্ত সচিব বলেন, ‘বর্তমানে দেশে যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যদি এর ধারাবাহিকতা বজায় থাকে তবে ২০৪১ নয় ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’
অতিরিক্ত সচিব বলেন, ‘বর্তমানে দেশে যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যদি এর ধারাবাহিকতা বজায় থাকে তবে ২০৪১ নয় ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ সাগর থেকে মহাকাশ পর্যন্ত জয় করেছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অল্পদিনেই বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ বর্ডার গার্ড ব্যাটিলিয়নের ল্যফটেনেন্ট কর্ণেল মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমুখ।
মেলায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ জন উপকারভোগীকে আর্থিক সহযোগীতা প্রদান করেন। এবারের মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক স্টল অংশগ্রহণ করেছে। মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
Leave a Reply