নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় পুলিশের বিশেষ মহড়া

মো. মুশফিকুর রহমান (রিজভি): একাদ্বশ সাংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। জঙ্গি, মাদক, চোরাকারবারী, নাশকতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং জনগণের জানমালের নিরাপত্তার রক্ষার্থে জেলা পুলিশ এ বিশেষ মহড়ার আয়োজন করে।
সোমবার (০৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে বের হওয়া এ বিশেষ গ্রীষ্মকালীন মহড়ায় ব্যাবহার করা হয় পুলিশের ব্যবহারিত অস্ত্র এবং আনুসাঙ্গিক সকল সরঞ্জাম। মহড়ায় নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
মহড়ায় অন্যান্যদের মধ্যে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মইন উদ্দিন, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, অপু সরকার প্রমুখ।
এ ব্যাপারে পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, ‘জঙ্গি, মাদক, চোরাকারবারী, নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর। নির্বাচনকে কেন্দ্র করে যেন কেউ কোন প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে পুলিশ সেব্যাপারে সবসময় সজাগ।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *