একদিন শুধু একদিন তুমি জানতে চেয়ো কেমন আছি
তোমার মাথার উপর এতোএতো মেঘ
দুষ্ট রূপক মেঘেরা কেটে গেলে,
বজ্রপাতের আওয়াজ বন্ধ হয়ে গেলে
একদিন জিজ্ঞেস করো কেমন আছি।
জানি, চাঁদের পাড়ায় ভীষণ যুদ্ধ
জোছনারা সব নিরুদ্দেশ,
কথা না বলে দূর দিগন্তে বয়ে যায় উনপঞ্চাশ বায়ু
ভেঙে ভেঙে পড়ে নদীর অহংকার
হারিয়ে যায় বিশুদ্ধতা!
এমন সময়ে নিজেকে নিজের সান্নিধ্য নিবিড় বোঝা যায়,
এমন দুঃসময়ে তুমি একলা হলে
একদিন জিজ্ঞেস করো আমি কেমন আছি।
অজ¯্র পক্ষপাত ঘিরে আছে তোমার চারপাশ,
দ্বিমুখো দৃষ্টিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে তোমার অগোচরে বুঝি;
তোমার ছয়টি ইন্দ্রিয় জেগে থাকে শুধু তোমার সাথে
আঁধারের মধ্যমণি নীরবতা শুধু তোমার ডাকে সাড়া দেয়
তোমাকে দশদিক থেকে ঘিরে ধরে ছয় রিপু,
মাতাল নৃত্যে উল্লাস করে।
জাগতিক ঈশ্বরের লালসার অসংখ্য কৃত্রিম বাহু থেকে মুক্তি পেতে
আমাকে একবার তুমি আপন ভেবো সেদিন,
শুধু একটিবারের জন্য বলো ‘তোমাকে একটু কাছে চাই’।
Leave a Reply