আন্তর্জাতিক ডেস্ক : লাওসের দক্ষিণাঞ্চলে বাঁধ ধসে ৩৬ জন মারা গেছে এবং আরো ৯৮ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সেনা সদস্যদের সঙ্গে সিঙ্গাপুরের একটি উদ্ধারকারী দল তল্লাশী অভিযান চালিয়ে যাচ্ছে। সোমবার স্থানীয় দৈনিক ভিয়েনতিয়েন টাইমস একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
লাও পিপল’স আমি’র ব্রিগেডিয়ার জেনারেল পলিটিক্যাল ডিপার্টমেন্টের উপ মহাপরিচালক ফ্যালম লিনথোং বলেন, ‘শনিবার তিনলাথ গ্রামে আমরা তিন বছর বয়সী একটি মেয়ের লাশ পেয়েছি। এই নিয়ে ৩৬ জনের মৃতের কথা জানা গেল। এদের মধ্যে আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় মারা যায়।’
তিনি আরো বলেন, ৫শ ৮৫ সেনা সদস্য ও সিঙ্গাপুর থেকে ১৭ উদ্ধারকর্মী এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে। তবে ঘন কাদার কারণে তাদের তৎপরতা ব্যাহত হচ্ছে। কারণ এগুলোর কারণে লাশগুলো সনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
ফ্যালম বলেন, ‘এক সপ্তাহ টানা বৃষ্টিপাতের পর অনেক এলাকা এখনো পানিতে নিমজ্জিত থাকায় অভিযানটি কঠিন হয়ে পড়েছে। ঘন কাদা, বালি ও অন্যান্য ধ্বংসাবশেষের কারণে আমাদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।’
রোববার তিনি গণমাধ্যমকে বলেন, ‘এই ঘন ও শক্ত কাদা অপসারণে আমাদের আরো ভারী সরঞ্জামাদির প্রয়োজন। সৈন্য ও সিঙ্গাপুরের উদ্ধারকারী দলকে কাদাপানির মধ্যেই কাজ করতে হচ্ছে। এছাড়াও উপড়ে পড়া গাছ, ডালপালা ও ভবনের ধ্বংসস্তুপ উদ্ধার কাজকে অনেক কঠিন করে দিচ্ছে।’
দল দুটি এখন আত্তাপেউ প্রদেশের মাই, হিনলাথ ও থাসায়েংচান গ্রামে তল্লাশী শুরু করেছে। গত ২৩ জুলাই এই বন্যা দেখা দেয়। চীন, থাইল্যা- ও রিপাবলিক অব কোরিয়া ও লাওস থেকে উদ্ধারকারী দল তল্লাশী, ত্রাণ ও উদ্ধার অভিযানে যোগ দেয়। বাসস।
Leave a Reply