আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে খনি কর্মীদের বহনকারী একটি বাসে আত্মঘাতি বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। শনিবার দালবান্দিনে এ ঘটনা ঘটে। খবর ডনের।
এ ঘটনায় আরো তিন বিদেশিসহ ৫ জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগ সায়েনদাক কপার-গোল্ড খনি প্রকল্পে কর্মরত ছিলেন। তাদের ফ্রনটিয়ার কনস্টালবুলারির অধীনে বিশেষ নিরাপত্তা দেয়া হতো।
পুলিশ জানায় একটি তেলবাহী ট্রাক নিয়ে বাসের ওপর হামলা চালায় আত্মঘাতি। এলাকাটি ইরান সীমান্তের কাছে অবস্থিত।হামলায় ট্রাক ও বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়। আহতরা বর্তমানে দালদাবিনের আরব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply