চলে গেলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী

মশাল ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শনিবার (১৮ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

১৯৫০ সালের ৩০ মে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে জন্ম নেয়া বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে মুন্সেফ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। পরবর্তীতে সাব জজ, ডেপুটি সেক্রেটারি, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার, জেলা ও দায়রা জজ, হাইকোর্টের রেজিস্ট্রার ছিলেন।

হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে ২০০৪ সালের ২৮ আগস্ট নিয়োগ লাভ করেন তিনি। ২০১৭ সালের ২৯ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহন করেন।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীকে দাফন করা হবে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *