এবার গ্রেপ্তার এসপি গোল্ডেন লাইনের মালিক

ঢাকা ব্যুরো : গত ৩রা আগস্ট রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের কাছে মিনিবাসের ধাক্কায় নিহত হয়েছিলেন মোটরসাইকেল আরোহী সাইফুল। ‘এসপি গোল্ডেন লাইন’ পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন তার বাবা বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। বর্তমানে ২ দিনের রিমান্ডে রয়েছেন বাস চালক। এবার গ্রেপ্তার করা হল এসপি গোল্ডেন লাইনের মালিক জুনায়েদ হোসেন লস্করক (৪৬)।
গতকাল রাতে সাতক্ষীরা থেকে আটকের পর আজ বিকেলে রমনা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *