ইরানি ছবির শুটিং কাওরান ঢাকার বাজারে!

বিনোদন ডেস্ক: বিএফডিসির খুব কাছে ঢাকার কাওরান বাজারে চলছে একটি ইরানি ছবির শুটিং। ‘শাবি কে মহ কমেল শোদ’ (যে রাতে চাঁদ পূর্ণতা পেয়েছিল) শিরোনামের এই ছবিটির কাজ শুরু হয়েছে ১০ আগস্ট দুপুর থেকে।

ছবিটি নির্মাণ করছেন ইরানের নার্গিস অবইয়ার।

গল্পের প্রয়োজনে বাংলাদেশে শুটিং হচ্ছে বলে নিশ্চিত করেন ছবিটির বাংলাদেশ অংশের উপদেষ্টা মুমিত আল রশিদ। আরও জানান, কাওরান বাজার ছাড়াও শুটিং হবে নিউ মার্কেট এলাকায়। টানা শুটিং চলবে ১৪ আগস্ট পর্যন্ত।

জানা গেছে, বাংলাদেশ ছাড়াও ছবিটির দৃশ্যধারণ করা হবে ইরান ও পাকিস্তানের বিভিন্ন লোকেশনে। বাংলাদেশে এই ছবির বিশভাগ শুটিং করার কথা রয়েছে। তারপরেই শুটিং হবে পাকিস্তানে।

মুমিত আল রশিদ জানান, এটি একটি রোমান্টিক গল্পের ছবি। ছবিটি বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এলনাজ শাকেরদুস্ত, হুতান শাকিবা, ফেরেশতে সাদরে উরাফায়ি প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *