এ হিসেবে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে ২২ আগস্ট ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, বছরের ১২ তম অর্থাৎ শেষ মাস হচ্ছে জিলহজ মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজারসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নেওয়ার কথা রয়েছে।
গত ২৭ দিনে ২শ’ ৯৬টি ফ্লাইটে এক লাখ ৩শ’ ৮৪ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১শ’ ৪৫টি ফ্লাইটে ৫১ হাজার ৬শ’ ৯০ জন এবং সৌদি এয়ারলাইন্সের ১শ’ ৫১টি ফ্লাইটে ৪৮ হাজার ৬শ’ ৯৪ জন হজযাত্রী সৌদি আরবে যান।
এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭শ’ ৬৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩ হাজার ৬শ’ ১৭ জন হজে গেছেন। বাংলাদেশ থেকে যাওয়া হাজীরা বর্তমানে পবিত্র মক্কা এবং মদিনায় অবস্থান করছেন।
Leave a Reply