মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন সাতক্ষীরার নির্মাণ শ্রমিক লুৎফর

সাতক্ষীরা প্রতিনিধি: ভাগ্য পরিবর্তনের আশায় ১২ বছর আগে দেশ ছেড়েছিলেন সাতক্ষীরার নির্মাণ শ্রমিক লুৎফর রহমান। মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে পরিবারের ভাগ্যের চাকাও ঘুরিয়েছেন তিনি। কিন্তু এতো কষ্টে ভ্যাগ্যের চাকা ঘুরিয়েও তিনি নিজেই সেই সুখ উপভোগ করতে পারলেন না। এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অবশেষে তিনি বাড়ি ফিরলেন পরিবারের জন্য এক রাশ দুর্ভাগ্য নিয়ে।
শনিবার সকালে গ্রামের বাড়ি সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দায় বরফ আচ্ছাদিত কফিনে পৌছায় নির্মাণ শ্রমিক লুৎফর রহমানের মৃত দেহ। তার মৃত্যুর খবর শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়েন তার স্ত্রী, স্বজন, পরিবার-পরিজনসহ গ্রামবাসীারা। আজ মৃতদেহ দেখার পর সবাই স্তব্ধ। সবাই অধিক শোকে পাথর হয়ে গেছে। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। 
গত ১১ আগস্ট মালয়েশিয়ার কর্মস্থলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন লুৎফর রহমান। তাকে হাসপাতালে নেওয়া হলে পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি জীবন যুদ্ধে হেরে যান। এ ঘটনার পর তার সুখের সংসারে নেমে এসেছে দুঃসহ বেদনা।
শনিবার বাদ আছর তার জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *