আ্তজর্জাতিক ডেস্ক : বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের কোনও চিন্তা নেই। শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে দেবে ভারত সরকার। কলকাতা জনসভা থেকে আশ্বাস দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দেশের স্বার্থে এনআরসি (নাগরিকপঞ্জি) তৈরি এবং ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’দের চিহ্নিতকরণ বন্ধ হবে না বলেও জানান তিনি। খবর আনন্দবাজারের।
যুব জনতা মোর্চার সভায় অমিত শাহের বক্তৃতার পুরোভাগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এ রাজ্য থেকে মমতা সরকারকে উপড়ে ফেলার চ্যালেঞ্জ ঘোষণা করেন অমিত। একই সঙ্গে নাগরিক পঞ্জি নিয়ে মমতার বিদ্রোহকে চ্যালেঞ্জ ছুড়ে অমিত বললেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীদের এ দেশে নাগরিক করতে বিল আনবে কেন্দ্র, সেই বিল আইনে পরিণত করা হবে। কেউ ঠেকাতে পারবে না।
Leave a Reply